আ’লীগের কার্যালয় ও বিটিভির সামনে ককটেল বিষ্ফোরণ, আটক ১
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৩১,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৩টি ও বিটিভি’র কার্যালয় লক্ষ্য করে হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাদিক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে পৃথকভাবে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।পল্টন থানার এসআই মশিউর রহমান জানান, কয়েকজন যুবক আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক মিনিবাসের চালক সাদিককে ধরে ফেলেন। সাদিক ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) আনিসুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক এএসএম ফারেজ সামির অনুসারী বলে পরিচয় দিয়েছেন। এরপর তাকে পল্টন থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে, রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যালয় লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, দুপুর দেড়টার দিকে বিটিভির কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি প্রধান ফটকের ভেতরে বিস্ফোরিত হলেও এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি।