আলালসহ ৭১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ মে
প্রকাশিত হয়েছে : ৯:০৮:২৮,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৭১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৯ মে দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ছিল গত সোমবার। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল কারাগারে থাকায় তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ অভিযোগ গঠন শুনানির দিন পেছানোর জন্য সময় আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১০ সালের ১৩ মে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করে।