আলালসহ ৪৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জুলাই
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:১৩,অপরাহ্ন ০২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মাঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।
রাজনৈতিক কাজে আদালতে অধিকাংশ আসামি হাজির হতে না পারায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ অক্টোবর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ যুবদল-ছাত্রদলের ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।