আরো ৩৭ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫৭,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক
মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্যে দ্বিতীয় দফায় আরো ৩৭ বাংলাদেশী ফেরত দিয়েছে দেশটি। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দিকে তাদের ফেরত দেয়া হয়।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।
বৈঠক শেষে মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্য থেকে দ্বিতীয় দফায় আজ (শুক্রবার) ৩৭ বাংলাদেশীকে ফেরত নিয়ে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজারের ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়ান উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মাং তাউ। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইমিগ্রেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলাম ও মিয়ানমারের কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল ক্যাই তুই জা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রথম দফায় ১৫০ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল।