আরো অন্তত ৫৫ জনকে ফাঁসি দিতে প্রস্তুত পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ২:১৩:০৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত ৫৫ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করতে চলেছে পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
রোববার রাতেই পাকিস্তানে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জেনারেল পারভেজ মুশারফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল ওই চারজন।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালিবান হামলায় ১৪১ জন শিক্ষার্থীসহ প্রায় দেড়শ’ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর তিন দিনের মাথায় রাওয়ালপিন্ডিতে সেনা দফতরে হামলা ও পারভেজ মুশাররফকে হত্যার চেষ্টার অভিযোগে আকিল এবং আরশাদ মেহমুদ নামের দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।
পাকিস্তানের এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৫৫ জঙ্গির ক্ষমাভিক্ষার আবেদন ২০১২ সাল থেকে ঝুলে ছিল। আন্তর্জাতিক চাপের ভয়েই তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ওই ৫৫ জনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তার ফয়সালা হয়ে যাবে এবং মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।