আরো অনেকেরই ফোনালাপ ধারাবাহিক ভাবে প্রকাশ পাবে: কামরুল
প্রকাশিত হয়েছে : ৭:৫১:২৩,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমানের ফোনালাপের মাধ্যমে আমারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি তারা নিরোপেক্ষ নয়। তারা সব সময় এই সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহ দিচ্ছে আবার দেশ প্রেমিক সেনাবাহিনীকে উস্কে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত। শুধু মান্না খোকা নয় আরো অনেকেরই ফোনালাপ ধারাবাহিক ভাবে প্রকাশ পাবে বলেও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিদেশী বন্ধুরা যতই সংলাপের কথা বলুক না কেন সন্ত্রাসীদের সাথে কোন আলোচনা সংলাপ সমঝোতা হবে না। ২০১৯ সালের আগে কোন সংলাপ বা নির্বাচন হবে না।
এ সময় মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা সংলাপের কথা বলে তারা মূলত জঙ্গিদের সমর্থন করেন। আমেরিকা যেমন টুইনটাওয়ার হামলাকারী লাদেনের সাথে সংলাপ বা সমঝোতা করেনি, আইএসের সাথে সংলাপ করে নি,তেমনি ভাবে আমরাও এই জঙ্গি সন্ত্রীসেদের সাথে সমঝোতা করবো না ।
বেগম খালেদা জিয়াকে জামায়েতের অঘোষিত আমির আখ্যা দিয়ে তিনি বলেন, খালেদার মনে একটাই দুঃখ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্টা লাভ করছে। সেটা তিনি সহ্য না করতে পেরে হরতাল অবরোধের নামে মানুষ হত্যার রাজনীতি করছে।
সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপ্তিত্বে আরো উপস্থিত ছিলেন মহাসচিব নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, সাংগঠিক সম্পাদক মাহাবুবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম প্রমুখ।