আরেকটি কূটনীতিক বিজয়ঃ আইএমএসও মহাপরিচালক পদে জয়ী বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১২:২২:৫৪,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ভোটের মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নৌ বাহিনীর ক্যাপ্টেন মঈন আহমেদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পাঁচ বছরের জন্য আইএমএসও- এর মহাপরিচালক নির্বাচিত হলেন তিনি। নির্বাচনে ৯৯ সদস্য রাষ্ট্রের মধ্যে তিনি পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচনে ৩৭ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন রোমানিয়ার ক্যাপ্টেন ম্যারিন চিন্টুয়ান-উটা। এ পদে ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই তিন দেশও তাদের প্রার্থী দিয়েছিল।
২৫ নভেম্বর থেকে লন্ডনে শুরু হয় সংস্থার পাঁচ দিনব্যাপী ২৩তম অধিবেশন। ওই অধিবেশনে ভোটাভুটিতে বিজয়ী হয়েছে ক্যাপ্টেন মঈন। এ বিজয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মন্তব্য করেছেন লন্ডন সফররত নৌমন্ত্রী শাজাহান।
আন্তঃরাষ্ট্রভিত্তিক সংস্থা আইএমএসও’র কাজ হচ্ছে মোবাইল স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সাগর ও মহাসাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেওয়া এবং যে কোনও দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো। গভীর সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট স্যাটেলাইটের নিরাপত্তা তদারকি করাও এ সংস্থার কাজের আওতায় রয়েছে।
ক্যাপ্টেন মঈন আহমেদ ১৯৭৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালকের (টেকনিক্যাল) দায়িত্ব পালন কেরছেন তিনি।