আরও ৭ জন কে হত্যার হুমকি দিয়ে চিঠি
প্রকাশিত হয়েছে : ৩:১৩:০৯,অপরাহ্ন ০২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
দশজনের পর এবার আরও সাতজনকে হত্যার হুমকি দিয়ে দিয়ে চিঠি পাঠিয়েছে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ হোসেনসহ ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও চারজন।
আল-কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ লেখা ওই চিঠিটি আজ মঙ্গলবার দুপুর ৩টার এ কে আজাদের কাছে আসে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রক্টর এম আমজাদ আলী।
প্রক্টর সাংবাদিকদের জানান, খয়েরি খামের একটি চিঠি আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদের ঠিকানায় আসে। চিঠিতে প্রেরকের জায়গায় লাল কালিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম ১৩-এর নাম লেখা ছিল। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ সাতজনকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি জানান, এর মধ্যে এ কে আজাদ ও প্রক্টর ছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান ও ইতিহাস বিভাগের অধ্যাপক জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মুহাম্মদ দেলোয়ার হোসাইনের নামও রয়েছে। তালিকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়া অভিনেত্রী শমী কায়সার ও আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদ নামের এক ব্যক্তিকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে নামের তালিকার ওপরে লেখা আছে মৃত্যুর দ্বিতীয় তালিকা (সেকেন্ড লিস্ট অব ডেথ)। সবার নামের পাশে লেখা আছে ‘মৃত্যুর জন্য অবশ্যই তৈরি থাকো (মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ)। তালিকার প্রতিটি নামের ডান পাশে ভিন্ন ভিন্ন ট্যাগ লেখা আছে।
ড. এ কে আজাদ চৌধুরীর নামের পাশে লেখা ‘ইসলামিক এনিমি’। এর পরই আসাদুজ্জামানের নামের পাশে লেখা ‘মিনিস্টার ট্রেইটর বিডি’। ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইনের নামের পাশে ‘অ্যান্টি ইসলাম রাইটার’, অভিনেত্রী শমী কায়সারের নামের পাশে ‘নাস্তিক’, আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদের নামের পাশে ‘অ্যান্টি ইসলামিক ওয়ার্কার’, প্রক্টরের নামের পাশে ‘ডিফেমার অব ডি ইউ’ লেখা আছে। সর্বশেষ ড. আখতারুজ্জামানের নামের পাশে লেখা আছে ‘ইসলামিক এনিমি’।
এ বিষয়ে প্রক্টর বলেন, ‘এ কে আজাদ স্যারের কাছে চিঠি আসার পর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধানমণ্ডি থানায় জিডি করেছি।’ তবে তাঁর কাছে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো দুজন শিক্ষকের কাছে কোনো চিঠি আসেনি বলে তিনি জানান।
এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দশজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের সংগঠনটি।