আয়ানের মৃত্যু: দোষী হলে ব্যবস্থা নেয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৪:৩৪:২৭,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২৪
শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাওয়া যাবে। দোষী প্রমাণিত হলে, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আয়ানের মৃত্যুর ঘটনায় কেউ দোষী হলে ব্যবস্থা নেয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। ছবি: সংগৃহীত
মো: আবদুল্লা আল আমীন
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, নিবন্ধন ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধে যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা এবং ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলে উন্নত কমিউনিটি সেবা নিশ্চিতে থানা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেয়ারও কথা জানান ডা. সামন্ত লাল।
উল্লেখ্য: ৩১ ডিসেম্বর খতনা করানোর জন্য আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবক। সকাল ৯টার দিকে শিশুটিকে অ্যানেসথেসিয়া দেয়া হয়। তবে অনুমতি ছাড়াই ‘ফুল অ্যানেসথেসিয়া’ (জেনারেল) দিয়ে চিকিৎসক আয়ানের খতনা করান বলে অভিযোগ ওঠে। পরে জ্ঞান না ফেরায় তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানকার পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্র) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
৭ জানুয়ারি মধ্যরাতে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে ইউনাইটেড হাসপাতাল ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারী ও একজন পরিচালককে আসামি করে মামলা করেন।
১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক অফিস আদেশে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়া হয়। ১৫ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন হাইকোর্ট।