আম বয়ানে ইজতেমার প্রথম পর্ব শুরু
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:০৭,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
তাবলিগ জামাতের ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় সমাবেশে। ইজতেমা সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ।
ইজতেমার মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর তাবলিগ জামাতের অন্যতম জ্যেষ্ঠ মুরুব্বি পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লি জেলাভিত্তিক ৪০টি আলাদা খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে। বিশ্বের অর্ধশত দেশ থেকে কয়েক হাজার মেহমান ইজতেমায় অংশ নিচ্ছেন। এর আগে রাতভর বাস, ট্রেন, টেম্পোযোগে ইজতেমা ময়দানে আসেন মুসলিরা।
ইজতেমা প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ লক্ষ্যে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ইজতেমার প্রথম পর্ব আগামী ১১ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুক্রবার বাদ ফজর থেকে শুরু হবে এবং ১৮ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।