আমেরিকায় বাঙালি স্কুলছাত্রের ৭ কোটি ডলার মুনাফা!
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৪৭,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শিরোনাম দেখে আঁতকে উঠারই কথা। তাও আবার এক স্কুলছাত্র একাই এত টাকার মালিক। ঘটনাটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক বাঙালি ছাত্রের। স্কুলে টিফিনের বিরতির ফাঁকে শেয়ার ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে বলে জানা গেছে।
নিউ ইয়র্ক ম্যাগাজিনের একটি খবরে বলা হয়েছে ১৭ বছর বয়সী মো. ইসলাম তার মুনাফার একটি অংশ দিয়ে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি কিনেছে। যদিও গাড়ি চালানোর বয়স তার এখনো হয়নি।
তবে এই বিপুল মুনাফা সম্পর্কে সে নিজে মুখ খোলেনি। শুধু নিউ ইয়র্ক ম্যাগাজিনকে এটুকুই বলেছে যে তার আয় অংকে আট সংখ্যারও বেশি।
খবরে আরো বলা হয়েছে, মো. ইসলাম নিউ ইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা আর স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়র গ্রেডের ছাত্র।
তার মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছে বলে ওই ম্যাগাজিনের খবরে বলা হয়েছে। এই বিপুল অর্থ মুনাফা করার পর ইসলাম একটি দামী ফ্ল্যাটও ভাড়া করেছে। কিন্তু তার মা-বাবা তাকে একা ছাড়তে রাজি নয়। সূত্র : বিবিসি।