আমি রোনালদো-মেসির প্রতিদ্বন্দ্বী হবার মতো যোগ্য নয় : ম্যানুয়েল নয়ার
প্রকাশিত হয়েছে : ৭:০১:২১,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়ার ব্যালন ডি’অর প্রতিযোগিতায় মনোনিত হওয়ায় নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য মনে করছেন না।
ফিফার সর্বোচ্চ সম্মানিত এ প্রতিযোগিতায় নিজে মনোনিতদের একজন হতে পেরে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমনটাই জানান।
তিনি বলেন, আমি গর্বিত যে, ব্যালন ডি’অর-এ একজন প্রতিদ্বন্দ্বী হতে পেরেছি। কিন্তু রোনালদো এবং মেসির বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে এবং সে কারণে তারা এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, জার্মানির গেলসেনকিরসেন শহরে জন্ম নেয়া এই গোলকিপার অসাধারণ মেধা এবং সুইপিং দক্ষতায় জার্মানিকে একবার বিশ্বকাপ এবং বায়ার্ন মিউনিখকে দুই বার কাপ জিতিয়েছেন।