আমি এ রাজনীতি চাইনি : এরশাদ
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৫২,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যা দেখলাম তা মর্মান্তিক। এ দৃশ্য দেখে আমার আর রাজনীতি করতে ইচ্ছা করছে না। আমি এ রাজনীতি চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করি। মানুষ মারার রাজনীতি করি না। এটা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি। আমি এ রাজনীতি ঘৃণা করি।
সোমবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদ বলেন, আগামী রাজনীতি সংস্কারের জন্য আমি সব রাজনীতিবিদদের বসার আহ্বান জানাই।
তিনি বলেন, বর্তমানে দেশের যে অবস্থা চলছে তাতে সবাই শঙ্কিত। সন্তানকে স্কুলে পাঠিয়ে সঙ্কিত থাকতে হয়। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মেরে ক্ষমতায় যাবে তা মানুষ চায় না। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থনই যথেষ্ট। সহিংসতা নয়।
তিনি আরও বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করা নয়। আশা করি এ সঙ্কট শেষ হবে সবাই শান্তিতে থাকবে।