আমিরের ভুয়া সাক্ষাত্কার ছাপলো পাক সংবাদমাধ্যম
প্রকাশিত হয়েছে : ৩:২০:৪২,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: বিতর্কের শেষ নেই পিকে নিয়ে। আরও একবার বিতর্ক দানা বাঁধল। পিকে সিনেমা নিয়ে আমিরের মিথ্যে সাক্ষাৎকার প্রকাশ করল পাকিস্তানের কিছু ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রকাশ সাক্ষাত্কার পড়ে হতভম্ব আমির।
পাকিস্তানের বেশকিছু ওয়েবসাইটে আমির খানের সাক্ষাত্কার প্রকাশ করা হয়। আমিরের দাবি, এইরকম সাক্ষাত্কার তিনি কখনও দেননি। আমিরের আইনজীবী জানিয়েছেন, এই সাক্ষাত্কার পড়ে আমির নিজেই অবাক হয়েছেন। সাক্ষাত্কারে যে সব উক্তি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানের এইসব ওয়েবসাইটগুলোকে আইনি নোটিস পাঠানো হচ্ছে।
এছাড়াও, আমির মুম্বইয়ে সাইবার সেলে ফৌজদারি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আমির এখন পিকের প্রচারে ইংল্যান্ডে রয়েছেন।
নিচে সেই সাক্ষাত্কার দেয়া হলো