আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানকে কানাইঘাট পৌরসভার সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২:২৯:৪৮,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
স্টাফ রিপোর্টার::
বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তির জন্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানকে কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন কানাইঘাট পৌরসভার মেয়র ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, কবির উদ্দিন আহমদ, মোস্তাক আহমদ পলাশ, চন্দন লাল দাস প্রমুখ।