আবেদনময়ী বিপাশার ভয়ঙ্করী রূপ!
প্রকাশিত হয়েছে : ১০:৩০:০৯,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: স্বর্ণকেশি, ঝলমলে, আবেদনময়ী বিপাশাকে আমরা সবাই চিনি। কিন্তু সারা শরীর ধূসর, চোখগুলোরও মণি নেই!কে এই বিপাশা? বলিউডের হট গ্লামারস বিপাশার যে রূপ দেখাচ্ছে তাতে তো রক্ত হিম হবার জোগাড়। মুক্তি পেল ‘অ্যালোন’ ছবির ট্রেইলার। সেখানেই বিপাশার লুক দেখে ভিরমি খাওয়ার উপক্রম হয়েছে সকলের।
অ্যালোন সিনেমাটিতে বিপাশাকে একই শরীরে জুড়ে থাকা দু’জন যমজের চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে দুই বিপাশার শরীর সংযুক্ত অবস্থায় থাকবে। এর মধ্যে এক বিপাশা ভালো তো অন্য বিপাশা অশুভ শক্তির প্রতীক।এই পোস্টারে বিপাশা অনেক বেশি আবেদনময়ী রূপে ক্যামেরায় বন্দি করেছেন নিজেকে। ছবিটিতে লাল পোশাকে আরও বেশি মোহময়ী হয়ে উঠেছেন তিনি। আর এদের দু’জনের সঙ্গেই রোমান্স করতে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা করণ সিং গ্রোভারকে। শার্ট ছাড়া ট্যাটু অঙ্কিত তাঁর বাহু কম নজর কাড়ছে না মেয়েদের। তবে এই পোস্টারে বিপাশার যে ভয়ঙ্কর রূপের দেখা যাচ্ছে তা সত্যিই ভয়ানক।
ভূতের সিনেমা মানেই ভয়ের বাড়তি আকর্ষণ। আর তাই ভূতপ্রমীদের জন্য রয়েছে সুখবর। বলিউডে জানুয়ারিতে মুক্তি পাচ্ছে বিপাশা বসু অভিনীত ভূতের নতুন সিনেমা অ্যালোন। সেক্স ও হরর-এর ককটেলে এই ছবিটি পরিচালনা করেছেন ভূষণ প্যাটেল। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০১৫ সালের ১৬ জানুয়ারি। রাজ, রাজ-৩, ক্রিয়েচার- এর পরে এটা বিপাশার চতুর্থ ভূতের সিনেমা। আগের প্রতিটি সিনেমাতে ভূতের দ্বারা নিপীড়িত হয়ে বিপাশা মুক্তির পথ খোঁজেন। কিন্তু এবার বিপাশা নিজেই ভূত। দর্শকদের শিহরণ জাগাবে বিপাশার ভয়।
[youtube]e0pdoezNhmc[/youtube]