আবুধাবিতে দোকানে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি সহ নিহত ১০
প্রকাশিত হয়েছে : ১২:০৪:১৭,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও কমপক্ষে ৪০ জন দগ্ধ হয়েছেন।
নিহত ৭ বাংলাদেশির বেশিরভাগই চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে। মৃতদেহগুলো উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোররাত ৩টা ১৬ মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় ভোররাতে আবুধাবির মুছাফ্ফায় একটি টায়ারের দোকানে এই আগুন লাগে। এ দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৪০ জন অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।
আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা আমানুল্লাহ হাসপাতাল গিয়ে মৃতদেহগুলো দেখেছেন। কিন্তু সেগুলো এতোটাই দগ্ধ যে শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরে পরিচয় শনাক্ত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় বেশিরভাগ বাংলাদেশিদের বসবাস। এক এক কক্ষে ৫ থেকে ১০ জন করে থাকেন।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।