নিউজ ডেস্ক : এবার আরেক বিয়ে করার প্রকাশ্য ঘোষণা দিলেন বহুল আলোচিত কুমিল্লার সাবেক চিরকুমার সমিতির সভাপতি ও সদ্য বিবাহিত বাংলাদেশ রেলপথ মন্ত্রী মুজিবুল হক। নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বিয়ে করার ঘোষনা দেন।
তিনি উপজেলার চিওড়া ইউনিয়নে ধোড়করা উচ্চবিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কিছুটা মজা করেই বলেন, এমনিতে অনেক দেরী করে বিয়ে করেছি, তারপরও দেরী হলেও একটি বিয়ে করেছি, আরো একটি করতে পারি যে কোন সময়ে।
এই ‘ ঘোষণার’ পর উপস্থিত জনতা তাকে হাত তালি দিয়ে সহমত জানান।
তবে, রেলমন্ত্রীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ নানা স্তরে বিরুপ সমালোচনা এবং ব্যাঙ্গ’র জবাব দিতেই নাকি অনেকটা রেগে গিয়েই মিষ্টি কথায় রেলমন্ত্রী এমন অদ্ভুত ‘ ঘোষণা ‘ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীর ঘনিষ্ঠজনেরা ।