আবারো ৪ দিনের রিমান্ডে রিজভী
প্রকাশিত হয়েছে : ১২:০৩:১৪,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ শুক্রবার মোহম্মদপুর থানা পুলিশ রিজভীকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৪দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে বিভিন্ন মামলায় আরও ৬ বার রিমান্ডে নেয়া হয়েছিল। গত ১লা ফেব্রুয়ারি রিজভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।