আবারো সংলাপের আহ্বান নাগরিক সমাজের
প্রকাশিত হয়েছে : ৬:১৯:৩৮,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ফের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে ড. এ টি এম শামসুল হুদা, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলি খান, সিএম শফি সামি, ড. শাহদীন মালিক, সৈয়দ আবুল মকসুদ ও ড. বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
নাগরিক সমাজের বক্তারা বলেন, আজকে ৩৭ দিন অবরোধ চলছে। ৯০ জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে। এই অমানবিক কার্যক্রম চলতে পারে না। এই কার্যক্রম বন্ধ করতে হবে। বাংলাদেশে অনেক আন্দোলন দেখেছি। কিন্তু এরকম সহিংস আন্দোলন দেখিনি। সংবাদ সম্মেলন থেকে নাশকতা বন্ধ ও সংলাপের আহ্বান জানানো হয়। গত ৯ই ফেব্রুয়ারি সংলাপের উদ্যোগ নিতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে অনুরোধ জানায় নাগরিক সমাজ।
এর আগে ৭ই ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বক্তব্যের আলোকে ও ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়। যদিও প্রধানমন্ত্রীসহ সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।