আবারো রুমি-পড়শি
প্রকাশিত হয়েছে : ৪:৩১:৫৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: আবারো একসঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন সংগীত শিল্পী আরফিন রুমি ও পড়শি। সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ সিনেমার জন্য গান গাইলেন তারা। ‘জিয়া রে’ শিরোনামে গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি নিজেই।
গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন পড়শি। এর আগে রুমি-পড়শি জুটির বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পায়।
‘টার্গেট’ সিনেমার নতুন এই গানের মধ্য দিয়ে একসঙ্গে আবারো কাজ করলেন আলোচিত দুই তারকা। খুব শিগগিরই গানটির দৃশ্যায়ন শুরু হবে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। গানটি প্রসঙ্গে আরফিন রুমি জানালেন, ‘জিয়া রে’ একটি রোমান্টিক গান। গানটির কাজ বেশ সময় নিয়ে করেছি।
তিনি আরো বলেন, বরাবরের মতোই পড়শি অনেক ভাল গেয়েছে। আশা করছি আমার ও পড়শির আগের গানগুলোর মতো করেই শ্রোতারা এ গানটি পছন্দ করবেন।
গানটি প্রসঙ্গে পড়শি জানান, রুমি ভাইয়ার সঙ্গে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গান করলাম। গানটি খুব রোমান্টিক। ব্যক্তিগতভাবে আমার গানের কথাগুলো ভাল লেগেছে। বাকিটা শ্রোতারাই বলতে পারবেন।