আবারো বাউন্সার কেড়ে নিল ক্রিকেটারের প্রাণ
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৫৫,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
খেলাধুলা ডেস্ক: আবারো বাউন্সার কেড়ে নিল ক্রিকেটারের প্রাণ ৷ ঘটনাটি ঘটেছে পাকিস্তানে ৷ ব্যাট করার সময় বাউন্সার ডেলিভারি বুকে লাগায় মাঠেই মৃত্যু হয় ১৮ বছরের জীশান মুহাম্মদের ৷
রবিবার পাকিস্তানের ওরাঙি শহরে ক্লাব ম্যাচে মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ ব্যাটিং করার সময় জীশানের বুকে বল লাগে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিতে পড়ে ৷ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু ডাক্তাররা জীশানকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসক সামাদ জানান, ‘হাসপাতালে আনার পথেই জীশানের মৃত্যু হয় ৷ বুকে জোরে বল লাগায় এই ঘটনা ঘটেছে ৷’
গত বছর নভেম্বরে শন অ্যাবটের বাউন্সারে মারা যান বাঁ-হাতি অজি ওপেনার ফিল হিউজ ৷ সিডনিতে শেফিল্ডে ব্যাট করার সময় অ্যাবটের অভিশপ্ত বাউন্সার কেড়ে নেয় প্রতিশ্রুতিময় অজি ক্রিকেটারের প্রাণ ৷