আবারো আলোচনায় শাকিব-পরী
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:২৫,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ‘ধুমকেতু’ ছবিতে শাকিব খানকে চুমু খেয়ে হঠাৎ আলোচনায় চলে এসেছিলেন ঢালিউডের মিষ্টি মেয়ে পরীমনি। সে ছবি মুক্তি পাবার আগেই আরকে ছবিতে জুঁটি হলেন শাকিব-পরী।ছবির নাম ‘যুবরাজ’। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। সম্প্রতি ছবিটিতে কাজ করতে দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন।জানা গেছে, চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন কিং খান শাকিব। আর ছবিতে সমান গুরুত্ব থাকছে পরীমনিরও। এছাড়াও চলচ্চিত্রটির একটি চরিত্রে দেখা যেতে পারে মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদকেও।