আবারো হৃদয়-পড়শীর গান
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৪৪,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক :: হালের ক্রেজ সংগীতশিল্পী হৃদয় খান এবং পড়শী। দু’জনার একসঙ্গে কাজ করা হয়না খুব একটা। তবে সম্প্রতি তারা একসঙ্গে কাজ শুরু করেছেন। প্রথমবার এ দুই সংগীতশিল্পী ‘সুইটহার্ট’ নামের একটির ছবির গানে ডুয়েট কণ্ঠ দিয়েছিলেন।
নতুন খবর হলো কবির বকুলের লেখা আরো একটি গানে কণ্ঠ দিলেন তারা। গানটি ব্যবহার করা হবে এস এ হক অলিকের নতুন ছবি ‘আরো ভালোবাসবো তোমায়’তে। গানটির সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।