আবারও মুস্তাফিজের সেই পুরনো রূপ
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৫১,অপরাহ্ন ২১ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
মুস্তাফিজুর রহমান যেন থামতেই চাচ্ছেন না। মিরপুরে সাতক্ষীরার সুন্দরবন থেকে উঠে আসা এক দুরন্ত বাঘের হামলায় পড়েছে ভারতীয় ব্যাটিং শিবির। রায়নাকে খেয়ে দেওয়ার পর এবার অধিনায়ক ধোনি-প্যাটেলের পর এবার আশ্বিনও গেলেন এই বাঘের পেটে। প্রথম ম্যাচের পাঁচ উইকেট নেওয়ায় পর আবারও পাঁচ উইকেট নিয়ে প্রমাণ করলেন তাঁর বীরত্বের কথা। হ্যাট্ট্রিকের সম্ভাবনা থাকলেও হয়নি এই সাতক্ষীরা এক্সপ্রেসের।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৯৩ রান। রভিন্দ্র জাদেজা ১৮ রানে এবং ভুবেনশ্বর কুমার ১ রানে ব্যাট করছেন।
আগে টাইগারদের একের পর এক হামলায় ১১০ রানে ভারতের দুই ওপেনার সহ প্রথম সারির চার ব্যাটসম্যানকে বিদায় হয়ে যাওয়ার পর এবার ধোনি-রায়না কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু মস্তাফিজুরের একের পর এক আঘাতে কেউ দাড়াতে পারছে না পিচে। একে একে সব ভারতীয় ব্যাটসম্যান গ্যালারির পথ ধরেছেন।
নাসির-মুস্তাফিজের জোড়া আঘাত এবং রুবেলের এক আঘাতে বেশ ভারতীয় দল বেশ বিপাকে পড়েছে। তাছাড়া বাক্তিগত ২৩ রানের মাথায় বিরাট কোহেলি নাসিরের বলে এলবিডব্লিউের শিকার হওয়ার পর ওপেনার ধাওয়ানকেও বিদায় করে দেন নাসির। অর্ধশতক তুলে নেওয়ার পর উইকেট কিপার লিটন দাসের হাতে তুলে দিয়ে ফিরে যান তিনি।
তাছাড়া ম্যাচের দ্বিতীয় বলেই আগের ম্যাচে ভারতীয় দলের দলীয় সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছিল আগের ম্যাচে জ্বলে ওঠে মুস্তাফিজুর রহমান।
ম্যাচ শুরু হবার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিং দিয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।