আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো টাইগাররা
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৫৫,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের পক্ষে মাশরাফি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। সাকিব নিয়েছেন দুটি উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের অনবদ্য জুটিতে আফগানিস্তানকে ২৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। প্রথম ওভারেই জাভেদ আহমাদির ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।