আপনার অলস সময় যে ৫ টি উপায়ে উপভোগ করবেন
প্রকাশিত হয়েছে : ৪:২২:৪৭,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
লাইফস্টাইল ডেস্ক: ব্যস্ত জীবনে আমাদের এতোটুকু দম ফেলার সময়ও মাঝে মাঝে আমরা পাই না। একটু কাজহীন সময়ও অনেক সময় বিলাসিতা মনে হয়। এরকম ব্যস্ত জীবন যাপনে আমরা যারা অভ্যস্ত, আমরা অপেক্ষা করি কখন মিলবে একটু সময়। যে সময় একান্তই নিজের। সবচেয়ে মজার বিষয় হল যখন এই সুযোগ আমরা পাই, তখন ঐ কাজহীন সময় উপভোগ করা তো দূরের কথা, আমরা ঐ অফুরন্ত সময় ব্যয়ে বিরক্ত হয়ে পরি। আমাদের কি করা উচিৎ আমরা বুঝে উঠতে পারি না। আপনি যদি এই একই অভিজ্ঞতা লব্ধ হয়ে থাকেন তবে জেনে নিন আপনার কাজহীন সময়কে কীভাবে উপভোগ করবেন।
১। বন্ধুদের সাথে সময় ব্যয় করুন-
আপনার অলস সময় উপভোগের সর্বোৎকৃষ্ট পন্থা আপনার বন্ধুদের সাথে আড্ডা। মন খুলে আড্ডা, খাওয়া-দাওয়া, কার্ড খেলা ইত্যাদি আপনার সময়কে করে তুলবে তাৎপর্যপূর্ণ।
২। বেড়িয়ে আসুন-
আপনার কাজহীন সময়ে আপনি ঘুরে আসতে পারেন আপনার পছন্দের কোন জায়গা থেকে। এতে আপনার ক্লান্তি ও আড়মোরে ভাব দূর হবে। আপনার মন ও শরীর দুটোই সজীব হয়ে উঠবে।
৩। পছন্দের সিনেমা দেখুন-
আপনার হাঁতে কোন কাজ নেই, বসে পড়ুন আপনার পছন্দের সিনেমা নিয়ে। সময় কীভাবে পার হবে আপনি টেরও পাবেন না।
৪। লেখালেখি করুন-
আপনার কাজহীন সময়ে বসে পড়ুন আপনার ডায়েরি নিয়ে, লিখে ফেলুন আপনার মনে জমানো অনুভূতিগুলো।
৫। বই পড়ুন-
গল্প, উপন্যাস কিংবা কবিতার পাতায় পাতায় কাটিয়ে ফেলতে পারেন আপনার সময়।