আন্দোলন প্রত্যাহার করে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের দাবিতে শাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭:৫১:১৩,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ভিসি বিরোধী আন্দোলন স্থগিত রেখে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বলেন, এ আন্দোলনে আমাদের লেখাপড়ার বিঘিœত হচ্ছে। আমরা আশা করি আন্দোলনকারী স্যারেরা তাদের আন্দোলন প্রত্যাহার করে শাবিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন।
ক্যাম্পাসের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে মূলত ছাত্রলীগ এ মানবন্ধনের আয়োজন করে।