আন্দোলনকারীদের ছবি প্রেক্ষাগৃহে না চালানোর হুমকি
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:০৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
হিন্দি ও উর্দু ছবি প্রদর্শনের প্রতিবাদে মাঠে নেমেছে দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তোপের মুখে কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে আমদানিরা করা একটি হিন্দি ছবি নামিয়ে ফেলা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের ছবি প্রেক্ষাগৃহে না চালানোর হুমকি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাশ, মিয়া আলাউদ্দিনসহ বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকরা।
এসময় আমদানিকৃত ছবির বিরুদ্ধে চলমান আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘হলগুলোকে বাঁচাতেই আমরা বাধ্য হয়ে হিন্দি ছবি আমদানি করছি। যারা প্রেক্ষাগৃহগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি আরো বলেন, ‘আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আমরা কঠোর সিদ্ধান্ত নিবো। প্রয়োজনে আন্দোলনকারীদের কোনো ছবি হলে চালাবো না।’
এদিকে প্রদর্শক সমিতির সহ-সভাপতি সুদীপ্ত কুমার বলেন, ‘পরিচালকরা পেইড পারসন। কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না সেটা ঠিক করবেন প্রযোজক ও হল মালিকরা। কারণ তারাই লাভ লোকসানের অংশীদার।’