আন্তর্জাতিক শিল্প মেলা শুরু বুধবার
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:১৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীতে ষষ্ঠবারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প মেলা। আগামী বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সম্প্রসারণই হচ্ছে এই মেলার আসল উদ্দেশ্য।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এ তথ্য জানায়।
সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৩০ টি দেশ অংশগ্রহণ করবে। মেলায় দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় ৬৩২ টি স্টল থাকছে। স্টলে গার্মেন্টস এক্সেসরিজ, প্যাকেজিং পণ্যের মেশিনারিজ, কাঁচামাল, গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে।
বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, দেশীয় সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যের ব্যাপক প্রসার। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এ কর্মসংস্থান দেশের সঞ্চয় বিনিয়োগের পথ প্রশস্ত করবে।
সম্মেলনে আরো জানানো হয়, গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য রপ্তানি করে বিগত অর্থবছরে প্রায় ৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্্রা আয় হয়েছে। সরকারের নীতিগত সমর্থন পাওয়া গেলে ২০১৮ সালের মধ্যে এ খাত থেকে প্রয় ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হবে।
তারা জানান, ১৪ জানুয়ারি বেলা ১১টায় মেলা উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বস্ত্র ও পাট মন্ত্রী এমাজ উদ্দিন প্রামানিক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভার্নর এসকে সুর চৌধুরী, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলামসহ আরো অনেকে।
মেলায় আগত দর্শনার্থীরা মেশিনারিজ এবং উৎপাদিত পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।