আনুশকা শর্মা ফটোশুটে সেরা আবেদনময়ী
প্রকাশিত হয়েছে : ৬:০৮:০৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: ইদানিংকালে এত কম বয়সে বলিউডের আর কোনো নায়িকা এতটা জনপ্রিয়তা পেয়েছিন কিনা সন্দেহ৷
বোঝাই যাচ্ছে কার কথা বলছি, আনুশকা শর্মা৷ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পিকে’র নায়িকা হওয়া তো সাফল্য বটেই৷ এছাড়াও ইতিমধ্যেই তিনি দুই খানের সঙ্গে কাজ করে ফেলেছেন৷ খুলে ফেলেছেন এক প্রযোজনা সংস্থাও৷ আনুশকা প্রযোজিত প্রথম ছবি আবার ‘এনএইচ ১০’ পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ৷ অর্থাৎ বাণিজ্যিক বাজার ধরার পাশাপাশি প্যারালাল ছবিতেও ধীরে ধীরে ঢুকে পড়তে চাইছেন আনুশকা।
এই সফল অভিনেত্রী সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য অনবদ্য ফটোশুট করলেন৷ ফটোশুটের বিষয় ছিল ভিন্ন মুডে আনুশকা৷ শুধু স্বল্পবসনাই নয়, এখানে তিনি ক্যামেরার সামনে খুব সাহসী কিছু পোজও দিয়েছেন৷
এখনও অবধি এটাই আনুশকার সবচেয়ে সাহসী ফটোশুট৷ এর আগেও অভিনেত্রী এই ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন।