আনন্দ দিয়ে কাঁদালো ১৪ বছরের লিন (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ৩:২৩:২৩,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক:: কিছুদিন আগে সুইডিশ একটি শ্যাম্পু কোম্পানি এক রেলস্টেশনের প্ল্যাটফর্মের ভিডিও বিলবোর্ডে মোশন সেন্সর ব্যবহার করে বিজ্ঞাপনের একটি অভাবনীয় পথ দেখিয়েছে। দ্রুত সবার মুখে মুখে ছড়িয়ে যায় এবং বছরের সবচেয়ে আলোচিত বিজ্ঞাপন হয়ে যায় এটি।
ওই একই জায়গায় আর একটি গ্রুপ সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে এই বিজ্ঞাপনের ঢঙে তৈরি করল নতুন কিছু। মোশন সেন্সরের কনসেপ্টের সাথে একটি মেসেজ যোগ করে তারা তাদের উপস্থাপনাকে পৌঁছে দিলো একদম ভিন্ন মাত্রায়।
এটি নিছক একটি অভিনব ভিডিও বিলবোর্ড নয়। কিছু মানুষকে তাদের প্রতিদিনের জীবনে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়, অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়- সে বিষয়ে সচেতনতা গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য।
মূল বিজ্ঞাপনের চাইতে অনেক বেশি শক্তিশালী বার্তা পৌঁছে দিল তারা। বিজ্ঞাপন বার্তার শেষে এসে হতবাক হয়ে গেলো দর্শকেরা। অদ্ভুত এক অনুভূতি স্তব্ধ করে দিলো তাদেরকে। যে যেখানে ছিল দাঁড়িয়ে পড়লো।
[youtube]064ipuBiWDg[/youtube]