আদালত অবমাননা : জামাতের ৬ জনকে ট্রাইবুনালে তলব
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৪৭,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজহারের রায়ের পর জামাতের ডাকা হরতাল ও বিরুপ মন্তব্য করায় আইনজীবী তাজুল ইসলাম, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, নায়েবে আমির মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান এবং ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানকে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আগামী ২৮ জানুয়ারি ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ সোমবার ইনায়েতুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
আগামী দুই সপ্তাহের মধ্যে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।