আদর করে রওশন এরশাদকে ৭০ ডলার দেন বঙ্গবন্ধু
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪৫,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শহরের ছোট বাজার এলাকায় ময়মনসিংহ মুক্ত ও বিজয় দিবস উপলক্ষ্যে সাতদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। সভায় নিজের জীবনের পরম সৌভাগ্যের স্মৃতিচারণ করেন তিনি। ৪০ বছর আগে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম সাক্ষাত হয়। ১৯৭৪ সালের সেই দিনটির কথা বলতে গিয়ে তিনি হয়ে পড়েন স্মৃতিকাতর।
রওশন এরশাদ বলেন, ‘১৯৭৪ সালের অক্টোবর কী নভেম্বরে লন্ডনে যাচ্ছি। প্লেনে উঠে শুনলাম বঙ্গবন্ধুও আমেরিকায় যাচ্ছেন। বঙ্গবন্ধু প্লেনে সবার সঙ্গে কথা বললেন। এরপর একজন এসে বললেন বঙ্গবন্ধু আমাকে ডাকছেন। আমি বঙ্গবন্ধুর কাছে গেলাম। বিছানায় শুয়ে আছেন বঙ্গবন্ধু। আমি তার মাথার কাছে বসলাম।’
‘বঙ্গবন্ধু আমার বাবা ও স্বামীর কথা জিজ্ঞাসা করলেন। দেশকে নিয়ে বঙ্গবন্ধু তার স্বপ্নের কথা বললেন। ওনাকে এতো কাছাকাছি আমি কখনো দেখিনি। উনি কত বড় মাপের মানুষ কল্পনা করা যায় না। আমি বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর আমি চলে যাবার সময় তিনি উঠে বসলেন।’
‘আমাকে বললেন, তুমি লন্ডনে যাচ্ছ, টাকা পয়সা কী আছে? আমি বললাম আছে। এরপরও তিনি তার পকেট থেকে আমাকে ৭০ ডলার বের করে দিলেন। কর্ণেল জামিল বললেন, আপনাকে আদর করে দিয়েছে। আপনি নেন। এরপর বঙ্গবন্ধুকে সালাম করে চলে গেলাম।’
বঙ্গবন্ধুকে হারানো মর্মান্তিক, বলে এ সময় উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম.এরশাদ পত্মী রওশন এরশাদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর পাশে বসে ওনার সঙ্গে কথা বলা এটা পরম সৌভাগ্য। সেই স্মৃতি আমার চোখের সামনে এখনো ভাসছে। তাকে হারানো আমাদের জন্য মর্মান্তিক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাপা দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, কুমিল্লার সংসদ সদস্য রওশন আরা মান্নান, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী এ.এইচ.এম.খালেকুজ্জামান, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সোহরাব উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ।