আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ তারকাদের কথা
প্রকাশিত হয়েছে : ৯:০৭:১১,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বলিউডের বহু তারকা আছেন যারা একে অপরের সঙ্গে আত্মীয়ের বন্ধনে আবদ্ধ। অনেকেই বহু তারকার স্বজন আরেক তারকার খবর জানেন। এখানে আরেক ঝলক দেখে নেওয়া যাক।১. আলিয়া ভাট, পুজা ভাট এবং ইমরান হাশমি। অনেকেই জানেন, পুজা এবং আলিয়া দুজই মহেশ ভাটের মেয়ে। কিন্তু এটা হয়তো জানেন না যে, ইমরান হাশমি মহেশ ভাটের ভাতিজা।
২. কাপুর পরিবারের দুই বোন কারিশমা এবং কারিনা কাপুর। তারা দুজনই ব্যাপক জনপ্রিয় তারকা। এদিকে, রনবীর কাপুরের সঙ্গে বিশেষ পারিবারিক অনুষ্ঠান ছাড়া এ দুজনের দেখা না হলেও, তারা তিনজনই কাজিন।
৩. সোনম কাপুর বেশ জমিয়ে ফেলেছেন বলিউডে। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন অর্জুন কাপুর। এরা দুজনই কাজিন।
৪. প্রিয়াঙ্কা, পরিণীতা এবং মিরা- এই তিন সুন্দরী একে অপরের আত্মার আত্মীয়। এরা তিনজনই একে অন্যের কাজিন।
৫. টুইটারে যারা শহীদ কাপুরকে ফলো করেন, তারা জানেন যে, এই তারকার বিশেষ স্নেহ রয়েছে ইশান খাত্তারের প্রতি। আর এ দুজন আপন ভাই।
৬. ওম জায় জাগদিশ নামের প্রোডাকশন হাউজে পরিচালক হিসেবে অভিষেক ঘটে রাজু খের এর। আর তিনি খ্যাতিমান অভিনেতা অনুপম খের এর আপন ছোট ভাই।