আত্মহত্যাকে না বলুন শীর্ষক মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৪:২৬:০৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের উদ্দ্যোগে আত্মহত্যাকে না বলুন শীর্ষক এক জনসচেতনতা মূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া ষ্টেশন চৌমুহনিতে ক্লাবের নির্বাহি সদস্য আব্দুল মুহিত বাবলুর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় মানববন্ধনে একত্ততা পোষন করে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারি নেত্রি নেহার বেগম, প্রবিণ সাংবাদিক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ও ক্লাবের উপদেষ্ঠা মোঃ এনামুল ইসলাম, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সিলেট বিভাগিয় লেখক ফোরামের সাংঠগনিক সম্পাদক শেখ আব্দুল আহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মানবতার জন্য ভাসানি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, প্রবিণ শিক্ষক মোঃ খোরশেদ উল্ল¬াহ, বরমচাল ইউনিয়ন পরিষরদের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, সৃসাস সভাপতি নাজমুল বারী সোহেল।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহি সদস্য শহীদুল ইসলাম তনয়, এম এ আলিম, মাহবুবুর রহমান মান্না, খন্দকার সাইফুর রহমান আফজল, এ কে এম জাবের, ক্লাবের পৌর কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক সুরমান আহমদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ সুমন, সৈয়দ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাফওয়ান তালুকদার, এম আই মুর্শেদ, কামরুল ইসলাম, অর্থ সম্পাদক ইমরানুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, সমাজসেবা সম্পাদক মোঃ সুজন আহমদ, সদস্য খায়রুল কবির জাফর, ক্লাবের রাউৎগাঁও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হতাশার অন্যতম রূপ হল আত্মহত্যা। বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির অপ-ব্যবহারের ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অপমৃত্যু ঘটে। ফেইসবুকের অপ-ব্যাবহার বন্ধ করতে হবে। পরিবারের পিতা-মাতা তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আত্মহত্যা থেকে বর্তমান সমাজকে সচেতন করতে হলে প্রতিটি স্কুল কলেজে সচেতনামূলক সেমিনার করলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে। স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে এবং পরিবারের পিতা-মাতা তাদের সন্তানদের সাথে বন্ধুসূলভ আচরণ করলে আমাদের এই সমাজে আত্মহত্যার প্রবণতা অনেকাংশে কমে আসবে।