আটলান্টিক সিটি এখন মৃত নগরী !
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৪০,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
মাহফুজ আদনান, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রর কেসিনো নগরি আটলান্টক সিটি। আবার একে পর্যটন নগরী বলা যেতে পারে। কেননা বছরের সবসময় এ শহরে পর্যটক এর আনা গোনা থাকে। আর অর্থনৈথিক মন্দায় পড়ে দেশটির অন্যতম এই শহর এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। শহরের সবকটি এলাকা ঘুরে অনেকটা হরতালের আবহ দেখা মিলে। সেজার্স, রেবেল, ট্রপিকানা, বরগাটা কেসিনো গুলোর ভেতরের চিত্র একটু অন্যরকম। অন্য সবগুলো থেকে এই কেসিনো গুলোর চিত্র একটু ভালো।
এর বেশির ভাগ কাস্টমারই বয়োবৃদ্ধ। আলাপকালে রেবেল কেসিনোর ফুড সার্ভার সুজেল আহমেদ শিপলু বলেন, এখানে কেসিনো আছে। আর বিলাসী মানুষ আসেন একটু আনন্দ করতে। কিন্তু অর্থনৈতিক মন্দায় পড়ে গত কয়েকবছর ধরে আমাদের এখানের শ্রমজীবি মানূষদের খুবই দুভোগে পোহাতে হচ্ছে। আবদুল হাকিম কিমউনিটি লিডার এ প্রতিবেদক কে বলেন, আমরা এখানে ভালো তাকি যদি পর্যটকেরা আসেন। কিন্তু অর্থনৈতিক মন্দায় এখানের বেশ কয়েকটা কেসিনো মালিকের মাথায় হাত। আর আমারা পড়েছি মহা বিপাকে আমরা চাই সরকারি ভাবে দেশের অন্যতম এই নগরীর অধীবাসিদের জন্য বিকল্প চাকুরির ব্যবস্থা করেন।