আজ হবিগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৪৩,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার হবিগঞ্জ যাচ্ছেন। বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস সঞ্চালন লাইনসহ বেশ কয়েকটি বড় প্রকল্প উদ্বোধন করবেন সেখানে।
দীর্ঘ ১৪ বছর পর দলীয় প্রধানের সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দলের নেতাকর্মীদের মাঝে। তাকে বরণ করতে তাই সাজ সাজ রব সেখানকার নেতাকর্মীদের মধ্যে।
বিকেলে স্থানীয় নিউফিল্ডে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে ৩৪১ মেগাওয়াটের বিবিয়ানা-২ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। পাশাপাশি ৪শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিবিয়ানা-১, ৪শ’ মেগাওয়াটের বিবিয়ানা-৩ ও ৩৩০ মেগাওয়াটের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার বিকেলেজেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির জনসভাস্থল নিউফিল্ডে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফরের বিস্তারিত বর্ণনা দেন এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।