আজ সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে ইইউ সংসদীয় দলের বৈঠক
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৩৯,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হবে।
সোমবার সন্ধ্যায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি ঢাকা এসে পৌছেছে। আজ মঙ্গলবার থেকে প্রতিনিধি দলটি ঢাকায় কাজ শুরু করছে। ৬ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট রোমানিয়ার ক্রিস্টিয়ান ড্যান প্রেদা।