আজ শুরু হচ্ছে ২৩তম জাতীয় কারাতে প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:১৪,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শনিবার থেকে শুরু বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপি ২৩তম জাতীয় কারাতে প্রতিযোগিতা।
সকাল ১০টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন র্যা ব-এর সাবেক মহাপরিচালক ও কারাতে ফেডারেশনের সভাপতি মো: মোখলেছুর রহমান।
এবারের প্রতিযোগিতায় কাতা ও কুমিতে মোট ২১টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল থেকে আনুমানিক ৪ শতাধিক পুরুষ ও মহিলা কারাতেকার অংশগ্রহণ করবেন বলে ফেডারেশন সূত্র জানিয়েছে।