আজ লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৪৫,অপরাহ্ন ১২ জুন ২০১৫
নিউজ ডেস্ক: ৬ দিনের সফরে আজ শুক্রবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরীকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বাসস।
তিনি জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রিটেনের রাজধানীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে অবদান বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।’
আগামী ১৮ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।