আজ মুক্তি পাচ্ছে ‘জিরো থেকে টপ হিরো’
প্রকাশিত হয়েছে : ৯:১১:৩০,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শাহিন-সুমন পরিচালিত চলচ্চিত্র ‘জিরো থেকে টপ হিরো’।
আন্ডারওয়ার্ল্ডের মানুষদের কর্মকাণ্ড নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এখানে দেখা যাবে কিভাবে সহজ সরল ও সাধারণ মানুষ আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পরে এবং তারা কি কি ধরনের অপরাধ সংগঠিত করে।
ছবিটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জেফ, ঈতিশা, সুমিত ও বিপাশা।
এই ছবিটিতে আরো অভিনয় করেছেন, ‘কাজী হায়াৎ, অমিত হাসান, ওমর সানী, অপরূপা, শিবা সানু, কাবিলা, কমল, শাহ আলী প্রমুখ।
‘এস এম এস ফিল্মস’ এর প্রযোজনায় ছবিটিতে গান থাকছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মিম, আতিক, ইয়াসিন, মারিয়া, বাঁধন, স্মৃতি, আরিফ ও শশি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সাইফ কালু।