আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:০৩:২২,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেখ হাসিনা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং থেকে আরো জানানো হয়, কুয়ালালামপুরে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন তিনি।
এদিকে, সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এই সফরে জনশক্তি ও পণ্য রফতানি বাড়িয়ে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য বৈষম্য কমানোর ওপর জোর দেয়া হবে।
তিনি বলেন, এ সফরে কর্মসংস্থান বৃদ্ধি, কর্মী পাঠানো এবং ভিসা সহজিকরণ সম্পর্কিত চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে।
এ সফরে ৪টি চুক্তি ও সমঝোতা স্বারক সই হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।