আজ বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৩৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ জনের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। শুক্রবার এ কথা জানিয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে এদিন তিনি ১০ জনের নাম নিজেই বলে দিয়েছেন। শুধু পাঁচ খেলোয়াড়ের ব্যাপারে চমক রাখতে চেয়েছেন। ওই ১০ জন খেলোয়াড়ের ব্যাপারে কোন পরিবর্তন। ১০ খেলোয়াড়রা হলেন ৬ ব্যাটসম্যান তামিম, এনামুল, মুমিনুল, রিয়াদ, সাকিব,মুশফিক। দুই বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ও সানি। আর দেশ সেরা পেসার মাশরাফির সাথে নিশ্চিত তরুণ পেসার তাসকিন আহমেদ।
পাপন আরো জানান, দলে চার পেসার থাকার সম্ভাবনা অনেক বেশী।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।