আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে
প্রকাশিত হয়েছে : ৬:৫২:৪৩,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
র্স্পোটস নিউজ:: আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি।
শিশিরের কারণে ম্যাচের সময়েও কিছুটা পরিবর্তন এসেছে। দেড়টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
এদিকে, ম্যাচ বাই ম্যাচ খেলেই তিন ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। সেই পথ ধরেই ৫ ম্যাচের ওডিআই সিরিজে এগুতে শুরু করেছে টাইগররা।
১ম ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা ম্যাচ বাই ম্যাচ খেলেই প্রথমে সিরিজ নিশ্চিত করা এবং পরবর্তীতে হোয়াইটওয়াশ করার যে পরিকল্পনার কথা বলেছিলেন শুক্রবার সিরিজের ১ম ওডিআই ম্যাচে সফরকারী দলকে ৮৭ রানে হারিয়ে সেই পথ ধরে এগিয়ে যাবার পরিকল্পনাতেই রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন।