আজ চিত্রনায়ক ফেরদৌসের ‘শুভ জন্মদিন’
প্রকাশিত হয়েছে : ৫:৫০:৪৬,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
বিনোদন ডেস্ক ::
বিংশ শতাব্দীর শেষ দশকে সফল বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। দুই বাংলায় প্যারালাল ভাবে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষ্যে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন না করা হলেও দিনটি স্ত্রী সন্তান, মা ও খুব কাছের কিছু প্রিয়মুখদের নিয়ে ঘরোয়াভাবে উদ্যাপন করার বিশেষ পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ফেরদৌস।
জন্মদিনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে ফেরদৌস আহমেদ বলেন,‘ সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। সবার দোয়ায় আগামী দিনগুলোতে ভালো ভালো কাজও করতে চাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি বিশেষত বলতে চাই আমার চলচ্চিত্র ক্যারিয়ারে কখনোই ঘটা করে জন্মদিন উদ্যাপন করা হয়নি। কারণ ঘটা করে তা উদ্যাপন করতে আমি একটু লজ্জাবোধই করি।’
এদিকে গত শুক্রবার ফেরদৌস তার প্রযোজনায় নির্মিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেছেন।
এরইমধ্যে তিনি শেষ করবেন চিত্রনায়িকা মৌসুমী নির্দেশিত ‘শূণ্য হৃদয়’র ডাবিং-এর কাজ। ডা. অরূপ রতনের নির্দেশনায় শেষ করেছেন ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন নিপুণ। খুব শিগগিরই শেষ করবেন তিনি শিমুল পরিচালিত ‘লিডার’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন মৌসুমী।
চিত্রনায়ক ফেরদৌস চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (হঠাত বৃষ্টি এবং গঙ্গাযাত্রা) পেয়েছেন।
চিত্রনায়ক ফেরদৌস আহমেদের জন্মদিনে বিডি টুয়েন্টিফোর লাইভের পক্ষথেকে রইলো অনেক অনেক জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা।