আজ চারণকবি বিজয় সরকারের প্রয়াণ দিবস
প্রকাশিত হয়েছে : ১১:২২:৩৬,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :: ‘এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পোষা পাখি উড়ে যাবে সজনি গো আমি একদিন ভাবি নি মনে- এরকম বিখ্যাত মরমী গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকার ২৯ তম প্রয়ান দিবস আজ।
এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন।বিজয় মেলা কর্মসূচির মধ্যে রয়েছে- কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মেলার উদ্বোধন, চিত্র প্রদর্শনী, বিজয়গীতি প্রতিযোগিতা, স্মৃতিচারণ অনুষ্ঠান, কবিগানের আসর, বিজয়গীতি পরিবেশনা ও বিজয় সরকার স্বর্ণপদক প্রদান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ। বিজয় সরকার ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ জাকির হোসেন এ তথ্য জানান।
অসাম্প্রদায়িক চেতনার এই সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক বিজয় সরকার বাংলা ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমধি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী। সঙ্গীত ও কবিগান সাধনার জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন।
চারণকবি বিজয় সরকার প্রায় দুই হাজার বিজয়গীতি রচনা করেন। যার মধ্যে রয়েছে বিচ্ছেদিগান, শোকগীতি, ইসলামীগান, আধ্যাত্মিক গান, দেশের গান, কীর্তন, ধর্মভক্তি ও মরমী গান।
বাংলাদেশ শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারণকবি বিজয় সরকারকে ২০১৩ সালে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়।