আজ কিংবদন্তীর চলে যাওয়ার দিন
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:৪৫,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন প্রতিবেদক :: হুমায়ুন ফরীদি। আজ এ কিংবদন্তীর চলে যাওয়ার দিন। বাংলা চলচ্চিত্র বা নাটকের চালচিত্রে আসা অসম্ভব প্রতিভাবান এ শিল্পী ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৫২ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন ফরীদি । তার বাবা এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যকার সেলিম আল-দীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। সে সময় দাপিয়ে বেড়িয়েছেন ঢাকা থিয়েটারের মঞ্চ প্রাঙ্গন।
১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। বলা হয়ে থাকে যে, শ্যুটিংস্থলে অভিনেতার তুলনায় দর্শকেরা হুমায়ুন ফরীদির দিকেই আকর্ষিত হতো বেশি।
‘মাতৃত্ব’ (২০০৪) ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হন ফরীদি। তার অসংখ্য নাটক মাইলফলক হয়েছে আছে মঞ্চের চৌকাঠে। তার উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র পেয়েছে ভিন্ন উচ্চতা।
অভিনয়ের বাইরেও ব্যক্তি হুমায়ুন তার ভক্তকূলে সমভাবে আসীন। তবে দুঃখজনক হলেও সত্যি, এ স্বযশী শিল্পীর বিদায় দিনে সাংস্কৃতিক অঙ্গনে কোনও আয়োজন লক্ষ করা যায়নি।