আজ আলী যাকেরের জন্মদিন
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:১১,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
আজ দেশীয় নাট্যঙ্গনের বিশিষ্টজন, অভিনেতা ও নির্দেশক আলী যাকেরের জন্মদিন । দেশের বিশিষ্ট এই অভিনেতা ১৯৪৪ সালের ৬ই নভেম্বর বৃটিশ ভারতের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
তার জন্মদিন উপলক্ষে নাট্যদল নাগরিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ দিনটি পালনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এ গুণীজনকে মধ্যমণি করে গান, গল্প, আড্ডা, আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জন্মদিনটি স্মরণীয় করে রাখা হবে ।
আলী যাকের টিভি ও মঞ্চের অভিনেতা ও নির্দেশক ছাড়াও একজন মুক্তিযোদ্ধা। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ট্রাস্টি। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের স্বত্বাধিকারী। শখের বশে ফটোগ্রাফিও করে থাকেন এই নাট্যব্যক্তিত্ব।
ব্যক্তিগত জীবনে আলী যাকের এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সারা যাকের একজন গুণী অভিনেত্রী। তাদের পুত্র ইরেশ যাকেরও বর্তমান সময়ের একজন অভিনেতা। মেয়ে শ্রেয়া অভিনয় জগতে না এসে তিনি এশিয়াটিকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন।