আজ আওয়ামী লীগের যৌথসভা
প্রকাশিত হয়েছে : ৫:১৪:২২,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসছে দলটির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় নেতারা ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার অন্তর্গত দলীয় সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় বসবেন বলে জানা গেছে।
যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।